আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদিতমারীর বাস্তবায়নে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, আদিতমারী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চিত্ত রঞ্জন সরকার। এ সময় আদিতমারী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, মহিলা ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধিবৃন্দ ও প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২৪টি ধান মাড়াই কল, ১২টি যন্ত্র চালিত স্প্রেয়ার, ১২টি ফুট স্প্রে পাম্প, ১টি ধান ঝাড়াই যন্ত্র, ১২টি আগাছা পরিস্কারক, ১২টি হস্ত চালিত স্পেয়ার বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.