আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে আদিতমারী উপজেলা কৃষি বিভাগ থেকে দেয়া কৃষি প্রণোদনার বীজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার ও খাতাপাড়া এলাকায় ২টি বীজের দোকানে অভিযান চালিয়ে ১৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
এ সময় খাতাপাড়া মাজার এলাকার বিএডিসি বীজ ও সার ডিলার আমিনুল রহমানকে ১০হাজার টাকা ও সাপ্টিবাড়ী বাজারের কীটনাশক বিক্রেতা আতিকুলের দোকানে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এম, এম জামান শাহীন উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, সরকারের দেয়া কৃষি প্রণোদনা এসব বীজ খোলা বাজারে বিক্রি আইনতদ্বন্ডনীয় অপরাধ। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, এসব প্রণোদনা বীজ কোন কোন কৃষকের কাছ থেকে ক্রয় করে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, তাদের নামের তালিকা দ্রুত কৃষি বিভাগের নিকট দেয়ার জন্য ওই ২টি দোকান মালিককে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.