আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের পাল্টাপাল্টি অভিযোগের তদন্ত করলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনভর আদিতমারী উপজেলা পরিষদের একটি কক্ষে উভয় পক্ষের অভিযোগকারীদের লিখিত-মৌখিক বক্তব্য গ্রহণ করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।
তিনি তদন্ত শেষে সাংবাদিকদের জানান, তদন্ত নয় মিনিষ্টারী থেকে (জনপ্রশাসন থেকে) নির্দেশনা পেয়ে আমি ঘটনাটি জানতে এসেছি।
তিনি বলেন, আপনারা যা শুনেছেন তার সাথে আমার কথা মিলবে কিনা জানি না। তবে কার কার সাথে কথা হয়েছে, কি জেনেছি তা এখনেই বলা সম্ভব নয়। এটি পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।
এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, যে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে দ্বন্দ্বের জেরে গত ১২ নভেম্বর আদিতমারী উপজেলা পরিষদে একটি সমন্বয় মিটিং চলাকালীন সময়ে উভয়ের মধ্যে পরিষদের কাজ নিয়ে মতবিরোধ দেখা দিলে হট্টগোলে সভাটি পণ্ড হয়। ওই দিনই আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আদিতমারী থানায় এসব বিষয়ে একটি সাধারণ ডায়রী ও পরে পরিষদের ১৭জন কর্মকর্তাসহ তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
এদিকে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক গত ১৬ নভেম্বর আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এসব অভিযোগ তদন্ত করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইঞা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.