কমল কান্তি বর্মন, কবি, লালমনিরহাট:
তোমাকে সযত্নে অন্যের হাতে তুলে দেবার পর,
ফুলে ফুলে তোমার ফুলশয্যা
সাঁজিয়ে দেবার পর,
এখন আর আমি কোন প্রেমিক নই।
নই কোন প্রেমের বিদ্রোহী পুরুষও।
এখন আমি শুধুই যাপিত জীবনের এক মরমী কবি,
বেদনার নীল কালিতে লিখে যাই ভালোবাসার নীল কাব্য।
কেমন আছ তুমি?
অমূল্য রত্ন খচিত স্বর্গীয় সুখের পালঙ্ক শয্যায়,
বাসর রাতে?
জানি সুখে আছ।
চারিদিগে তোমার আনন্দের বহর,
চির বসন্ত বিলাসে তোমার দেব তুল্য আহার বিহার।
সুখ আর স্বাচ্ছন্দের থৈ থৈ সমুদ্রে অবগাহন করে পরিতৃপ্ত তোমার জীবন যৌবন।
এটাই তো চেয়েছিলাম আমি।
শুধু তুমি চির সুখি হও, আমার শত সহস্র দুঃখ কষ্ট যন্ত্রনার বেদার পৃথিবীতে।
আমি প্রেমহীন বিবাগী কাগজে লিখব তোমাকে নিয়ে,
আমার ভালোবাসার নীল কাব্য।
০১/০৬/২০২০, কোদালখাতা, মোগলহাট, লালমনিরহাট।