আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: হিমালয়ের পাদদেশে অবস্থান করায় শীত ও কুয়াশায় ঢাকা পড়েছে লালমনিরহাট। কুয়াশায় ও কনকনে ঠান্ডায় জেলায় গত কদিন ধরে শীত পড়তে শুরু করায় জমে উঠেছে ফুটপাতে ভ্রাম্যমাণ শীত পোশাক ব্যবসা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব স্থানে বিভিন্ন মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরের গোশালা বাজার মার্কেট, পৌর নিউ মার্কেট, উত্তরণ সুপার মার্কেট, পাটোয়ারী মার্কেট, কালীবাড়ী (পুরান বাজার) মার্কেট, শাহান শপিং কমপ্লেক্স, বিডিআর রোড মার্কেট, বড় মসজিদ মার্কেট, রেলওয়ে স্টেশন রোড মার্কেট, মিশন মোড় সেনা মৈত্রী মার্কেট ও গ্রামের বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন এলাকায় ফুটপাতের ওপর ও ভ্যান গাড়িতে করে বাহারি রঙের এসব শীতবস্ত্র বিক্রি করতে। এখানে গরিবদের পাশাপাশি অনেক উচ্চবিত্তকে পোশাক কিনতে আসে এসব দোকানে।