আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় মহান স্বাধীনতার ৪৯বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি! সতী নদীর উপর একটি পাকা সেতুর অভাবে ২ পাড়ের কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ছেকনাপাড়া সতী নদীর উপর কয়েক হাজার মানুষ অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে লালমনিরহাট জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয় সরাসরি সতী নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত। এ এলাকা কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। এ এলাকা শস্য ভান্ডার খ্যাত। পাকা ব্রীজ না থাকায় এ এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বদা। বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হচ্ছে মানুষরা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতুটি নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি। ভোগান্তী লাঘবের জন্য এই ছেকনাপাড়ায় একটি সেতুর দাবি এলাকাবাসীর।