আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: হকারদের দখলে চলে গেছে লালমনিরহাট জেলা শহরের ফুটপাত। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় থেকে রেলওয়ে রিক্সা স্ট্যান্ড এবং পুরান বাজার থেকে গোশালা বাজার ও মোগলহাট রেলওয়ে গেট থেকে টিএনটি পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে চলছে রকমারি ব্যবসা। সকাল থেকে রাত পর্যন্ত সড়কে চলে বিকিকিনি। এছাড়া রাস্তার দুই পাশে থাকা দোকানের বেশির ভাগ মাল রাখা হয় রাস্তায়। এতে যানজট লেগেই থাকছে। মানুষ চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।
এসব রোড দিয়ে চলাচলকারী পথচারীরা অভিযোগ করেন, রাস্তাগুলো বেশ চওড়া হলেও বেশির ভাগ দখল করে ব্যবসা করছেন হকাররা। তাছাড়া একটি অংশে রাখা হয়েছে দোকানের মালামাল।
অনেক সময় দেখা যায়, দোকানের ভিতরের চেয়ে রাস্তায় মাল বেশি। এরপর রিকশা-ইজিবাইক রাখা হচ্ছে দুই-তিনটি করে। চলতে থাক লোড-আনলোড। ফলে সড়কগুলো একেবারেই সরু হয়ে গেছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মোগলহাট রেলওয়ে গেট ও বিডিআর গেট এলাকার সড়কগুলো সত্যিই হকারদের দখলে চলে গেছে। সকালে উঠিয়ে দিলে বিকালে আবার এসে বসে। এমনকি রেলওয়ে লাইনে বসে ব্যবসা করছে অনেকেই। আবার ফুটপাত জুড়ে বাই সাইকেল রাখা হচ্ছে। যেন দেখার আছে, ব্যবস্থা নেওয়ার কেউ নেই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.