আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিল ও হত্যার হুমকির প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবীতে- গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মুহিন চন্দ্র রায়, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সূদন রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।