আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাজেমজুরাই ছাত্র সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আজ শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্ণামেন্টেরর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাজেমজুরাই ছাত্র সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আলীম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন কিসামত ঢঢ গাছ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান, কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সওদাগার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লালমনিরহাট বিদ্যুৎ অফিসের আনিচুর জামান বুলু।
খেলায় অংশগ্রহণ করেন সেনপাড়া স্পোর্টিং ক্লাব ও সাপটানা স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন আব্দুল লতিফ ও জগদীশ। খেলায় চ্যাম্পিয়ন হয় সেনপাড়া স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ হয় সাপটানা স্পোর্টিং ক্লাব।
এ সময় বাজেমজুরাই ছাত্র সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হালিম মিয়া, সদস্য আরিফ, শামীম, সুমন, শরিফুল, রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.