আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাগরিব বাদ বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে রংপুরের শালবন এলাকার অাব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে শহীদুননবী জুয়েলকে গনপিটুনি দিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ গত ৩দিনে সন্দেহমূলক ১০জনকে অাটক করেছে। অাটককৃতদের জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। তবে রোববার (১ নভেম্বর) ৫জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এদের ৫জনের রিমান্ড চেয়েছে। আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানী হবে বলে জানা গেছে। অাটককৃত ১০জনের মধ্যে ৫জনকে রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহমূলক ভাবে অাটক করা হয়। পাটগ্রাম পুলিশ জিজ্ঞাসা বাদ করছেন। ঘটনার দিন বুড়িমারী এলাকার জনতা কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে গনপিটুনি দিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে ছাই করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। জুয়েলকে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই সাইফুল ইসলাম বিপ্লব বাদী হয়ে হত্যা মামলা করেছে। মামলায় ৩১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩শতজনকে অাসামী করা হয়েছে। ইউপি পরিষদ ভাংচুরের ঘটনায় বুড়িমারী ইউপি পরিষদের চেয়ারম্যান ও পুলিশসহ সরকারী কর্মকর্তাদের সরকারী কাজে বাধা দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ অালোচিত ঘটনার পর থেকে সরকারী বেসরকারী সংস্থাগুলো পৃথক তদন্ত করেছেন। তাদের তদন্তে কোরঅান অবমাননার মতো কোন ঘটনা ওই দিন ঘটেনি বলে সাংবাদিকদের জানান। জুয়েল রংপুর ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান সে চাকুরি চ্যুত হন এবং তার মানসিক সমস্যা ছিল। ওই দিন তার বন্ধুসহ বুড়িমারীতে বেড়াতে এসে এমন গুজবের স্বীকার হন। জুয়েলের অাহত বন্ধুর চিকিৎসা লালমনিরহাট সদর হাসপাতালে চলছে। পুলিশী পাহাড়ায়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে গত ৩দিনে ১০জনকে অাটক করা হয়েছে। খোঁজে খোঁজে দায়িব্যক্তিদের অাটক করে অাইনের অাওতায় নেয়া হবে বলে তিনি জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.