হেলাল হোসেন কবির: লালমনিরহাট পৌরসভার মাঝাপাড়া গ্রামে বাড়িতে নিজের প্রচেষ্টায় লোকগানের স্কুল গড়ে তুলেছেন নিত্যানন্দ রায়।
জানা যায়, প্রতি শুক্রবার বিকালে বিনামূল্যে ভজন, লালন, বাউল ও লোকসংগীত শিক্ষা দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। চর্চাঙ্গনটির নাম দিয়েছেন “অন্তরাঞ্জলী”।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে সংগীতের আসর। অতিথি ছিলেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, স্থানীয় উত্তরণ সংগীত নিকেতনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী টেক্কা, সহসাধারণ সম্পাদক বিজয় কুমার। সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী ডলী, কমনী রাণী, বৃষ্টি, বর্ষা, লাবনী, শ্রাবণী, পলী, অনু, অপু, অন্তর, অর্ঘ্য।
এ সময় অন্তরাঞ্জলীর প্রতিষ্ঠাতা পরিচালক নিত্যানন্দ রায়, সদস্য গোপাল চন্দ্র বর্মন, মিলন চন্দ্র, অঞ্জলী রাণী, কেয়া রানী, উত্তম কুমার রায়, দীপক কুমার উপস্থিত ছিলেন।