হেলাল হোসেন কবির: লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মাঠে মাঠে এখন কৃষকের জমির ফসল বাতাসে দোল খাওয়া সোনালী স্বপ্ন ভেসতে চলেছে।
বন্যার পরেও কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিলো তারা। জমির ধান দেখে কয়েকদিন আগে মনের মাঝে তৃপ্তি নিয়ে চলতো কৃষক। কিন্তু গত দুদিন ধরে আবহাওয়ার নিম্মচাপ হওয়ায় সোনালী ধানের শীষ জমিতে শুয়ে পরেছে।
এতে করে ব্যাপক ক্ষতি হবে। তবে কি পরিমান ক্ষতি হতে পারে তা ধারনা করা করা যাচ্ছে না। প্রান্তিক চাষিদের স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাবে। মাঠ জুড়ে যেখানে সোনালী স্বপ্নের ছড়াছড়ি হওয়ার কথা সেখানে ক্ষতি পুষিয়ে ওঠতে কষ্ট হবে তাদের । এসব এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী ফসল শুয়ে পরে আছে।
বিভিন্ন কৃষকের সাথে কথা বলা হলে তারা বলেন, আবহাওয়া যদি ভালো থাকতো তাহলে শতভাগ ফসল ঘরে তোলা যেতো। বর্তমান এই আবহাওয়ায় কারনে আমাদের এ ক্ষতি পুষিয়ে ওঠতে কষ্ট হবে।