শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা বিএনপির কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাবা-মাকে একটা বাড়ি করে দেওয়ার স্বপ্ন যেন চিরতরে হারিয়ে গেলো লালমনিরহাটের শহীদ শাহিনুর আলমের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যতদিন নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থায় দেশে ফিরে আসবেনা-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আলু চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকেরা
একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-ধানের শীষকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী, অপর দুইটি ইউনিয়নে নৌকার নিরঙ্কুশ জয়

একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-ধানের শীষকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী, অপর দুইটি ইউনিয়নে নৌকার নিরঙ্কুশ জয়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের তিনটি ইউনিয়ন পরিষদ ও দুইটি সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে দুইটি ইউনিয়ন পরিষদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। এছাড়া অপর একটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবি হলেও ধানের শীষ প্রার্থীকে পরাজয় করে বিজয়ী মুকুট ছিনিয়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ৮হাজার ৮১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক শ্যামল নৌকা প্রতীকে ৯হাজার ৬শত ৬৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ধর্ষণ মামলার আসামী) আক্তার হোসেন খন্দকার মোটরসাইকেল প্রতীকে ৭শত ৯৭টি ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আবু তাহের মোঃ শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৩শত ৯২টি ভোট ও জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন লাঙ্গল প্রতীকে ১শত ৪৩টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই উপজেলার ৬নং পাটিকাপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মুজিবুল আলম নৌকা প্রতীকে ৪হাজার ৪শত ৯৫টটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী বাংলাদেশ জজাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান সফিয়ার রহমান ১হাজার ৯শত ৮২টি ভোট ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম আনারস প্রতীকে ২শত ২৬টি ভোট পেয়েছেন।

এছাড়া কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গফুর (প্রাপ্ত ২হাজার ৬শত ৪৭টি ভোট) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকবাল আযমকে (প্রাপ্ত ৩হাজার ৫শত ৬৬টি ভোট) হারিয়ে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বর্মণ মোটর সাইকেল প্রতীকে ৪হাজার ৮১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী আলী মর্তুজা আনারস প্রতীকে ১হাজার ৩শত ৭৭টি ভোট পেয়েছেন।

 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবী করে বলেন, জনগণের রায় সবাইকে মেনে নিতে হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আশা করি সবাই নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে।

জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে হারানোর সাধ্য কারো নেই। কিন্তু যদি দলীয় চেইন অব কমান্ড না থাকে তাহলে সেখানে বিজয় অর্জন সহজ হয় না। আগামীতে আমরা সকল নির্বাচনে এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone