আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পর পর কয়েক দফা বন্যার পরও চলতি মৌসুমে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় আমনের ভালো ফলন হয়েছে। তবে আমন খেতে রোগবালাই ও পোকার আক্রমণে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ, প্রাকৃতিক উপায়ে পোকা ও রোগবালাই দমনের চেষ্টা করেও প্রতিকার পাচ্ছে না তারা।
চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় আমনের ব্যাপক আবাদ হয়েছে। পর পর কয়েক দফা বন্যায় কিছু কিছু আমন খেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কিছু জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও গোড়া পঁচা রোগ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ধানের পাতা মোড়ানো পোকার দমন ব্যবস্থাপনা লিফলেট বিলি করছেন কৃষকদের মাঝে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.