আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রামে ৫০টাকা চাদা না দেয়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
অাজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের পরে স্থানীয় ধরলা নদীতে পাথর উত্তোলনের জন্য যায় মজনু মিয়া (২৯)। সেখানে স্থানীয় ভূমি মালিক সাহাদাত উদ্দিন (সাতদিন) ৫০টাকা চাদা দাবি করেন। টাকা দিতে না পারলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাহাদাত উদ্দিন (সাতদিন) রড দিয়ে মজনুর শরীরে অাঘাত করে।
স্থানীয়রা মজনুকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে মধ্যপথে মজনুর মুত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত মজনুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ৫০টাকা চাদার বিষয়টি সত্য নয়। সেখানে একটি চরের মালিকানা দাবি করে সাতদিন। সাতদিনের ঐ চরের কাছে পাথর তুলতে গেলে মজনুকে সে বাঁধা দেয়। এক পর্যায়ে অাঘাত করে। অাঘাতের কারণে মজনুকে রংপুরে নিয়ে যাওয়ার পথে মজনুর মৃত্যু হয়। সাতদিন এবং তার স্ত্রীকে স্থানীয়রা অাটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে অানে। মামলা হলে, এজাহার মূলে তাদের অাদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, মজনু দীর্ঘদিন থেকে পাটগ্রামের ধরলা নদী থেকে পাথর উত্তোলন করতো। চালুনীর মাধ্যমে পাথর উত্তোলন তার জীবিকা নির্বাহের পথ ছিল।