আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় তীস্তা নদীর বাঁধে হঠাৎ তীব্র ভাঙন।
গতকাল (২৮ সেপ্টেম্বর) রাত থেকে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের নদী প্রস্থের স্পার বাঁধ-১ এ ভাঙন দেখা দেয়।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালের পর থেকে ভাঙন তীব্র হলে স্থানীয় স্বেচ্ছাশ্রমে জীও ব্যাগ (বালির বস্থা) দিয়ে বাঁধের ভাঙন রক্ষার চেষ্টা চলে।
নদী সরে যাওয়া এবং বাঁধের ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভাঙন হচ্ছে। ২০০৪ সালে বাঁধ নির্মাণ হয়। এবার নদী ভেঙে এক কিলোমিটার ভিতরে ঢুকেছে। আপনাদের মত আমরাও দেখছি। আমরা প্রকল্প প্রস্তাব করেছি। ইতোমধ্যে মন্ত্রী মহোদয় পরিদর্শণ করেছেন। পানি উন্নয়ন বোর্ডেও জরুরী বৈঠক হয়েছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকেও আজ পরিদর্শন করা হয়েছে।আমাদের হাতে যথেষ্ট লোকবল না থাকার কারণে স্থানীয়দের সহযোগীতা নেয়া হচ্ছে।আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন সরবরাহ করছি। আমি নিজেও এখানে আছি। আশা করছি বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে আসবে।
এর আগে ২৯ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় বয়োবৃদ্ধরা জানান, নদী ভাঙন রোধ করা না গেলে হয়তো নদী আরও ভিতরে ঢুকে যাবে।এখনই যদি পদক্ষেপ না নেয়া হয়, তাহলে নদী কতদূর ভাঙবে বলা যাচ্ছেনা আর তখন করার কিছুই থাকবেনা।
সরেজমিনে দেখা গেছে, বাঁধের মাটি কেটেই বাঁধ ভাঙন রোধের চেষ্টা করছেন। এতে কতটুকু কি উপকার হবে তা নিয়ে সন্ধিহান স্থানীয়রা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.