মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৬৫দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা, মাক্স পড়া, অসুস্থ্য মানুষকে ভ্রমণ না করা, ট্রেনে খাবার সামগ্রী বিক্রয় বন্ধ, ভিক্ষুক, হকার প্রবেশ করতে না দেয়াসহ ১৬টি নিয়ম মেনে আজ রোববার ৩১ মে সরকারের দেয়া সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে লালমনিরহাট থেকে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
আজ রবিবার ৩১ মে সকাল ১০টা ২০মিনিটে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে।অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহের মাধ্যমে যাত্রীরা আসন নম্বর সংগ্রহ করেন।
এ সময় লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার তপন কুমার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হলে সকল রুটে ট্রেন চালানো হবে। এ সময় রেলওয়ের কর্মকর্তা-কমর্চারীগণ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.