হেলাল হোসেন কবির: বেশ কয়েকদিন ধরে চলছে বন্যা ঘরে খাবার নেই। তাই শেষ সম্বল পোষা ছাগটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছেন। সাথে নিয়েছেন প্রিয় ছেলেকে। বাবা ভ্যান চালাচ্ছেন আর পিছনে ভ্যানে বসে আছেন ছোট সন্তানটি। চারিদিকে তাকিয়ে থাকেন মায়াবি চোখে৷ মাঝে মাঝে দুষ্টমি করে। তার পাশে দাঁড়িয়ে নীরব অনুভূতি প্রকাশ করে যাচ্ছেন ছাগলটি। যেন কত মায়া তার। চালক কিছু দূর যায় আর পিছনে ফিরে তাকায়। এক পলক দেখে নেয় ছেলে ও পোষা ছাগলকে। একাই কি যেন বির বির করে কথা বলে আবার সামনে তাকায়। আজ বিকালে চলার পথে দেখা গেলো এমন দৃশ্য। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বাজারীটারী গ্রামের এক কৃষক চলতি বন্যায় সংসারে অভাব দেখা দেওয়ায় তার বাড়ির বউয়ের পোষা ছাগলটি বাজারে বিক্রির উদ্দেশ্য নিয়ে যান। তার পুরো নাম জানতে চাইলে বলে, ভাই নাম দিয়ে কি হবে করোনা থেকে এখন পর্যন্ত কয়েকবার তালিকা হইছে কিছুই পাইনি। বন্যার কারনে কর্ম নাই সংসার চালাতে বেশ কষ্ট আর কত দিন। এই ভাবে চলতে থাকে মোগলহাট বাজারের দিকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.