আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে ভারী বর্ষণে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
আজ বুধবার ১৬ সেপ্টেম্বর ধরলা নদীর পানি বিপদ সীমার ২২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ধরলা তীরবর্তী নিমাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীর পানি অস্বাভাবিক ভাবেই বেড়ে বন্যার রুপ নিয়েছে। পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব দীঘলটারী (ডিগ্রী চর), ৮নং ওয়ার্ডের গন্ধমরুয়া, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ইউনিয়নের চর এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.