আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের সীমান্তে গতকাল শুক্রবার ৪ সেপ্টেম্বর বিজিবি এবং বিএসএফ-এর সেক্টর কমান্ডার পর্যায়ে পরিচিতিমূলক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির অধীনস্থ সীমান্ত পিলার ৯১২/৩-এস থেকে ৩কিলোমিটার ভেতরে কুচবিহারের দিনহাটার সিতাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বিজিবি সেক্টর কমান্ডার, রংপুর এবং প্রতিপক্ষ ডিআইজি বিএসএফ, গোপালপুর সেক্টরের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়। উক্ত সাক্ষাতে বিজিবির ১১সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী এবং ভারতের পক্ষে ৯সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি রবীন্দ্র সিং রাওয়াত (ভিএসএম)।
রংপুর সেক্টর কমান্ডার ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে সামগ্রিক কার্যক্রম শুরু করেন। উক্ত সাক্ষাতকারে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডাররা উপস্থিত ছিলেন।
সাক্ষাতকারের আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। সীমান্তবর্তী বাংলাদেশি জনসাধারণের ওপর চোরাচালান প্রতিরোধের উদ্দেশে মরণঘাতী অস্ত্র ব্যবহার তথা সীমান্ত হত্যা বন্ধ করার ব্যাপারে বিজিবি প্রতিনিধি দল বিএসএফকে অনুরোধ করেন।
এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.