শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে মরিচ চাষ বাড়ছে লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে অবাধে শামুক-ঝিনুক নিধন চলছে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৭০ জন নিঃশর্ত খালাস লালমনিরহাটে পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! লালমনিরহাটে করলায় লাভবান কৃষক লালমনিরহাটে চিত্রাংকন প্রতিযোগিতায় ক্রেস্ট ও সনদপত্র পেয়েছে মারিহা ও মাইশা দুই বোন লালমনিরহাটে কৃষকরা পাট শাক চাষে ঝুঁকছেন

তিস্তা সেতুর টোল প্লাজায় হামলা-ছিনতাইয়ের মামলায় ২জন গ্রেফতার

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা ও কর্মীদের মারধর করে ক্যাশবাক্স থেকে ১৪লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলার ২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

 

এদিকে টোল প্লাজায় মারধরের মামলার প্রধান আসামী মাহফুজার রহমান পাল্টা মামলা করেছেন। এতে হামলায় আহত টোল প্লাজার কর্মী সুরুজ্জামান, জুয়েল ইসলামসহ ৮জনকে আসামী করা হয়েছে।

 

গ্রেফতারকৃত ২জন হলেন- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পশ্চিম গুড়িয়াদহ গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৮) ও মোস্তফি এলাকার হাসানুল ইসলাম (৪০)।

 

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, তিস্তা টোল প্লাজায় মারধরের ঘটনায় মামলার এজাহারনামীয় ২জন আসামীকে গ্রেফতারের পর আজ শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়। ঘটনা তদন্তের পাশাপাশি পলাতক অন্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে টোল প্লাজায় হামলা, ভাংচুর ও ক্যাশবাক্স থেকে ১৪লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন টোল আদায়ে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালকমণ্ডলীর সদস্য ও রংপুর জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম। বুধবার (২৩ এপ্রিল) রাতে টোল প্লাজায় ওই হামলার ঘটনা ঘটে। এতে টোল প্লাজার ৫জন কর্মী আহত হন।

 

মামলায় টোল না দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মাহফুজার রহমান ওরফে রাজু (৪০) নামের স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে ওই হামলা করা হয় বলে অভিযোগ করা হয়। অভিযুক্ত মাহফুজার রহমানের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকায়। তিনি গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

 

পাল্টা মামলায় আসামী ৮জন: তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় বুধবার (২৩ এপ্রিল) রাতে মারধরের মামলার প্রধান আসামী মাহফুজার রহমান পাল্টা মামলা করেছেন। এতে হামলায় আহত টোল প্লাজার কর্মী সুরুজ্জামান, জুয়েল ইসলামসহ ৮জনকে আসামী করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে লালমনিরহাট সদর থানায় তিনি মামলাটি করেন।

 

মামলার এজাহারে বলা হয়, মাহফুজার রহমান লালমনিরহাট তিস্তা পার্কের পরিচালক। তিনি সেখানে যাতায়াতের জন্য মোটর সাইকেল ব্যবহার করেন। কিন্তু তাঁকে তিস্তা সেতু পার হতে হয় না।

 

মামলার এজাহারে আরও বলা হয়, তিস্তা টোল প্লাজায় কর্মরত সুরুজ্জামান, জুয়েল ইসলামসহ মামলার এজাহারনামীয় আসামীরা টোল চাওয়ার অজুহাতে মাঝে মধ্যেই তাঁর সঙ্গে অনৈতিক আচরণ করেন। গত বুধবার সন্ধ্যায় আলু বিক্রির ১৫লক্ষ ১০হাজার ৫শত ৫০টাকা ব্যাগে করে তিস্তা পার্কে যাওয়ার সময় টোল প্লাজায় কর্মরত আসামিরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁর কাছে অন্যায়ভাবে টোল দাবি করা হয়। এ সময় তর্কবির্তকের এক পর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, প্রাথমিক তদন্তে টাকা ছিনতাইয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone