লালমনিরহাটে মাননীয় প্রধান উপদেষ্ঠার কার্যালয়ের চিঠি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় ২৭/০৫/২০১২ সালের পূর্বে প্রতিষ্ঠিত, স্থায়ী ও অস্থায়ী রেজিষ্ট্রেশনকৃত, পাঠদানের জন্য আবেদনকৃত ৩য় ধাপে জাতীয়করণ হতে বাদপড়া ৪,১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়ায় বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলার সকল শিক্ষকবৃন্দের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি এরশাদুল হক-এঁর সভাপতিত্বে বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ জহুরুল হক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন। এতে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি শিক্ষক সমিতি রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোহন রায়, অর্থ সম্পাদক রাহেনুল ইসলাম রায়হান, বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা হানিফ উদ্দিন। পৃষ্ঠপোষকতায় ছিলেন বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ সাজু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার করিম সিজু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শারমিন আক্তার। এ সময় বেসরকারি শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছিলেন বেসরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ৯ জানুয়ারি ২০১৩ সনে সকল বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও ফ্যাসিস্ট সরকার বিগত দিনে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪১৫৯টি বিদ্যালয় সুকৌশলে জাতীয়করণ হতে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করি।