লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন-১৪৩২ উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ-১৪৩২ এর আহবায়ক কমিটির আয়োজনে এ ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, বাংলা নববর্ষ উদযাপন পরিষদ-১৪৩২ আহবায়ক কমিটির আহবায়ক নাজমুল হুদা লিমন, সদস্য সচিব রনজিৎ কুমার রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষ উদযাপন-১৪৩২ উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচীর মধ্যে সোমবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ সকাল ৭টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রা, সকাল ৯টায় পান্তা পরিবেশন, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০মিনিটে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ২ বৈশাখ সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা (সিন্দুরমতি পুকুর), দুপুর ১২টায় হা-ডু-ডু প্রতিযোগিতা, চকোরচাল খেলা, উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা, দুপুর ১টায় ঠুস খেলা, দুপুর ২টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ এপ্রিল) ৩ বৈশাখ দুপুর ১২টায় দীর্ঘ লম্ফ প্রতিযোগিতা, হা-ডু-ডু প্রতিযোগিতা, চকোরচাল খেলা, ঝাঁকি জাল বুনন প্রতিযোগিতা, চেংগুপেন্টি খেলা, মোরগ যুদ্ধ, দুপুর ১টায় ঠুস খেলা, বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, উচ্চ লম্ফ প্রতিযোগিতা, গুড্ডির মেলা, দুপুর ২টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ৪ বৈশাখ দুপুর ১টায় হা-ডু-ডু চূড়ান্ত প্রতিযোগিতা, দুপুর ২টায় ঘোড়া দৌড় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।