লালমনিরহাটে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে গণশুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গণশুনানিতে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন (দুদক)র চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)র কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুর্নীতি দমন কমিশন (দুদক)র কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল অবঃ হাফিজ আহসান ফরিদ।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম জানান, লালমনিরহাটের গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা-বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলোর জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবা-বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল উদ্দেশ্য।
গণশুনানিতে জনসাধারণের উপস্থিতির জন্য লালমনিরহাট সদরের বিভিন্ন এলাকায় গত ৮ এপ্রিল হতে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ফলে লালমনিরহাট সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.