লালমনিরহাটে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার (২১ এপ্রিল) লালমনিরহাটের মিশন মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমনিরহাটের সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
“তথ্য পাওয়া- আমার আইনি অধিকার”, “সেবা পাওয়া- আমার নাগরিক অধিকার”, “দুর্নীতি মুক্ত দেশ- আমার সাংবিধানিক অধিকার” এরই ধারাবাহিকতায় গণশুনানিতে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ।
গণশুনানির লিফলেটে উল্লেখ করা হয়, লালমনিরহাট জেলা সদরে অবস্থিত সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে গণশুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন।
সরকারি দপ্তরসমূহ- পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, নির্বাচন অফিস, পরিবার পরিকল্পনা অফিস, সিভিল সার্জন অফিস, বিদ্যুৎ অফিস, সদর হাসপাতাল, সমাজসেবা/ সমবায় অফিস, প্রাথমিক/ মাধ্যমিক শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পৌরসভা/ রেলওয়ে, আয়কর/ কাষ্টমস অফিস, যুব উন্নয়ন অফিস, হিসাবরক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, খাদ্য/ মৎস্য অফিস, পরিবেশ অধিদপ্তর/ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি/ গণপূর্ত বিভাগ/ সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড/ জনস্বাস্থ্য প্রকৌশল/ শিক্ষা প্রকৌশল, এছাড়াও যেকোন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
দুর্নীতির অপরাধ: ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার।
অভিযোগ দায়েরের জন্য: আগামী ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সরাসরি দুদক অফিস, কুড়িগ্রাম অথবা লালমনিরহাটের মিশন মোড়ে অস্থায়ীভাবে স্থাপিত অভিযোগ গ্রহণ বুথে অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরসমূহে যোগাযোগ করুন। ০১৭৮৯-৫০৯৮৬৭, ০১৭৫১-৫৬০০৫৬, ০১৭৩৬-৭৮৭৮৯৯, ০১৪০৮-২৯২৪১০।
সার্বক্ষণিক যোগাযোগের ঠিকানা: উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম। ফোন নং: ০২৫৮৯৯৫০১৮১, ই-মেইল: dd.ido.kurigram@acc.org.bd
এ গণশুনানিকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। এর অংশ হিসেবে লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার লাগানো হচ্ছে, অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে গণশুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন।
লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু হাসনাত রানা ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ ইসলাম জাহিদ বলেন, আমরা আমাদের অবস্থা থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছি। যারা লালমনিরহাট জেলা সদরে অবস্থিত সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হচ্ছেন তারা গণশুনানিতে অভিযোগ তুলে ধরলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।