লালমনিরহাট জেলার সম্মানীত অ্যাম্বাসেডর ও প্রতিশ্রুতিশীল শিক্ষকদের ঈদ পূণর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) লালমনিরহাটের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট জেলা অ্যাম্বাসেডরের আয়োজনে এ ঈদ পূণর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়।
গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান-এঁর সভাপতিত্বে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত। বক্তব্য রাখেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমান, বিশবাড়ী এবাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র রায়, তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেফ উদ্দিন, দঁড়াকুটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা সুলতানা রুনা, কাশীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে আগত জেলা অ্যাম্বাসেডর ও প্রতিশ্রুতিশীল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.