লালমনিরহাটে “পাখি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ মানব সুরক্ষায় প্রয়োজন” স্লোগান নিয়ে পরিবেশ সুরক্ষায় পাখি নিধন, গাছ কাটা, নদী ভরাট, পলিথিন ব্যবহার বন্ধ করি উদ্যোগের অংশ হিসেবে ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি লালমনিরহাটের থানাপাড়াস্থ জীব ও পরিবেশ কল্যাণ সংস্থা উদ্যোগে লালমনিরহাটের ঠাকুরের মাল্লি, খুটামারা, পূর্ব সাপটানা, ভাটিবাড়ী, তেলিপাড়া, পুঁটিমাড়ির দোলা এলাকায় এ ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
ফলদ গাছের চারা বিতরণে জীব ও পরিবেশ কল্যাণ সংস্থার সম্পাদক সাদিক ইসলাম, সদস্য সাঈদ আহমেদ অমিও, মাহমুদুল ইসলাম, ইয়াকুব সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
জীব ও পরিবেশ কল্যাণ সংস্থার সম্পাদক সাদিক ইসলাম বলেন, লালমনিরহাট শহর এবং পার্শ্ববর্তী এলাকাকে “সবুজ বাগান” করার এই স্লোগান নিয়ে জীব ও পরিবেশ কল্যাণ সংস্থা পরিবেশ রক্ষার্থে, জলবায়ুর ভারসাম্য ফিরিয়ে আনতে গাছ বিতরণ, নদী দখল রোধ করা, গাছ কাটা এবং পাখি মারা রোধ করণের ব্যাপারে দীর্ঘ ৪বছর ধরে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে চলেছে।
উল্লেখ্য যে, প্রায় ৫শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়।