শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে বেল গাছ; প্রতিটি বেল ৫০টাকায় বাজারে বিক্রি হচ্ছে! লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান-এঁর বিশাল জনসভা লালমনিরহাটে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন-১৪৩২ উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড লালমনিরহাটে হত্যা মামলার আসামী পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাশেদকে গ্রেফতার লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার; পরিবার বলছে এআইয়ে বানানো আপত্তিকর ভিডিওর জেরে আত্মহত্যা! লালমনিরহাটে আবারও বিদ্যালয় ও কলজে মাঠে হাট বসানোর পায়তারা; ব্যাহত শিক্ষার পরিবেশ! লালমনিরহাটে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে গণশুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন! লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী!
লালমনিরহাটে সংবাদ সম্মেলন করতে গিয়ে তোপের মুখে পড়েন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক!

লালমনিরহাটে সংবাদ সম্মেলন করতে গিয়ে তোপের মুখে পড়েন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক!

লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।

 

শনিবার (২৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার তোপের মুখে পড়েন তিনি।

 

এর আগে লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণের পাশে লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে রাখার বিষয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ম্যুরালটি স্বাধীন বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস বহন করে না। সংবাদ সম্মেলনে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে ৫২, ৭১ এর সকল সত্য ইতিহাস অক্ষুন্ন রেখে কিছু অংশ ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে। সকল ইতিহাসকে বজায় রেখে অতিরঞ্জিত অংশ ঢাকার নির্দেশনা থাকলেও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ দেয়াল ঢেকে দেয় যা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেও উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট।

 

পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগে তোপের মুখে পড়ে এনসিপি। পরে তারা সেখান থেকে সড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংবাদ সম্মেলনের চেষ্টা করলে সেখানেও ছাত্র-জনতার তোপের মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।

 

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুনর্বাসন করার সুযোগ নেই ছাত্রলীগ ও বিগত সরকারের কাউকে বলে জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ।

 

তবে উপস্থিত ছাত্র-জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার নেতারা আগামী ২৪ ঘন্টার মধ্যে লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চে স্থাপিত ম্যুরালের অতিরঞ্জিত অংশ সড়িয়ে নিতে প্রশাসনের দৃষ্টি আহবান জানান।

 

উল্লেখ্য যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণের পাশে নির্মিত লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চের ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে রাখে জেলা প্রশাসন। এ ঘটনায় প্রতিবাদ জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাট। পরে বিবিসিসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone