মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ২০২৫ এ লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় সনাক তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (২৬ মার্চ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষে লালমনিরহাট এ মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে নির্মিত লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি মঞ্চে স্থাপিত ম্যুরাল স্মৃতিস্মারকটি প্রশাসনের পক্ষ থেকে কাপর দিয়ে ঢেকে দেওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাট তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েচ্ছে।
অদ্য সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে এসে বিষয়টি সনাকের নজরে আসে। এ সময় সনাক লালমনিরহাট সহ-সভাপতি বলেন, “যে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানে আমরা এ দেশ পেয়েছি তাদের ইতিহাস ও স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে তাদের অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬নং সেক্টর হিসেবে চিহ্নিত লালমনিরহাট এ গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এরূপ কর্মকান্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ন পরিপন্থি”।
একজন ব্যক্তিকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কেন্দ্র করে বায়ান্নর ভাষা আন্দোলন, ষেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ অভূত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নির্মিত মুক্তিযুদ্ধের এ স্মৃতিস্মারক ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় সনাক লালমনিরহাট এর পক্ষ থেকে তীব্রনিন্দা জানানো হয় এবং এর প্রতিবাদ হিসেবে সনাকের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি না দিয়ে লালমনিরহাট রেলওয়ে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তাবায়ন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া, সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, এস এম আবু হাসনাত রানা, রিয়াজুল হক সরকার, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলমসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, সনাক লালমনিরহাট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক অসুস্থতা জনিত কারণে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। সার্বিক বিষয়টি মুঠোফোনে সনাক লালমনিরহাট সভাপতিকে অবহিত করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের জানান, জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপর আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।