শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে মরিচ চাষ বাড়ছে লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে অবাধে শামুক-ঝিনুক নিধন চলছে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৭০ জন নিঃশর্ত খালাস লালমনিরহাটে পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা লালমনিরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! লালমনিরহাটে করলায় লাভবান কৃষক লালমনিরহাটে চিত্রাংকন প্রতিযোগিতায় ক্রেস্ট ও সনদপত্র পেয়েছে মারিহা ও মাইশা দুই বোন লালমনিরহাটে কৃষকরা পাট শাক চাষে ঝুঁকছেন
লালমনিরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বর ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ লালমনিরহাট জেলা ও উপজেলা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

 

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, আদিতমারী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি ইয়াকুব প্রধান, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ। এ সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ লালমনিরহাট জেলা ও উপজেলা শাখার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, তিন মাস ধরে বেতন বন্ধ রেখে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং এ দেওয়ার পায়তারা করা হচ্ছে। এতে আমরা চাকরি হারানোর শঙ্কায় আছি। তারা প্রকল্পটি আউটসোর্সিংয়ে না দেওয়া এবং ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবী জানান।

 

জানা গেছে, মাত্র ৫হাজার টাকা বেতন, তাও তিন মাস থেকে বন্ধ। ইসলামিক ফাউন্ডেশন লালমনিরহাটে কর্মরত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৯শত ৮৫জন শিক্ষক বকেয়া বেতনের দাবীতে রাজপথে নেমেছে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বর ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। এসব কর্মসূচিতে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় কর্মরত ৫শতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone