শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে প্রতিভাবান খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা ও ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটের কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত লালমনিরহাটে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে গাছে গাছে ব্যাপক কালো জাম ধরেছে লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে কালবৈশাখীর ঝড়ে জমির ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি দুদকের গণশুনানীতে অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন লালমনিরহাটে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের লালমনিরহাটে দৃষ্টিনন্দন ফুল কচুরিপানা ফুটেছে
লালমনিরহাটে জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার

লালমনিরহাটে জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার

পবিত্র ঈদ-উল-ফিতরের আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

 

লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।

 

ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।

 

সরেজমিনে দেখা যায়, গত এক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।

 

লালমনিরহাটের পুরান বাজারের মেসার্স নরসিংদী বস্ত্রালয়ের বিক্রেতা তহুল ইসলাম বলেন, সকাল থেকেই কেনাকাটার জন্য ভীড় করছে লোকজন। এবার ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড় নিয়ে আসায় বিক্রি অনেক ভালোই হচ্ছে।

 

কাজী ফ্যাশনের বিক্রয়কর্মীরা বলেন, সারাদিন বেচাকেনা যেমনই হোক না কেন ভিড় বাড়ে সন্ধ্যার পর থেকে। সবাই ইফতারের পর থেকেই কেনাকাটা করতে আসে। ঈদ উপলক্ষ্যে সুতি ও আরামদায়ক কাপড়ের শার্ট, টিশার্ট, প্যান্টের নতুন কালেকশনের চাহিদা অনেক বেশি। আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বেশি জমজমাট হবে।

 

মীম টেইলার্সের প্রোঃ মোহাম্মদ মিটু মিয়া বলেন, রোজার কয়েকদিন আগে থেকেই গ্রাহকদের কাছ থেকে অর্ডার পাওয়া শুরু হয়। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশন ডিজাইনের পোশাক বানানোর কারণে ক্রেতারা এখানে আসেন। ঈদে একটু বাড়তি চাপ থাকে। তবে মজুরী স্বাভাবিক সময়ের মতোই নেওয়া হচ্ছে।

 

লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্সে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা ক্রেতা হাফিজ উদ্দিন বলেন, এবার শিশুদের জামা-কাপড়, জুতা, বড়দের শাড়ি, শার্ট, পাঞ্জাবি, লুঙ্গিসহ সব ধরনের পোশাকের দাম একটু বেশি মনে হচ্ছে।

 

তিনি আরও বলেন, গতবার যে পাঞ্জাবি ২হাজার টাকায় সেই ধরনের পাঞ্জাবি এবার ৩ থেকে ৪ হাজার টাকায় কিনতে হচ্ছে।

 

মুক্তা বেগম নামের এক ক্রেতা বলেন, যেহেতু বাচ্চার স্কুল বন্ধ সেজন্য শেষ সময়ে ঝামেলা এড়াতে আগে ভাগেই গ্রামের বাড়িতে চলে যাব। তাই প্রিয়জনের জন্য কেনাকাটা করছি। ব্যবসায়ীরা দাম কিছুটা বেশিই চাচ্ছেন। দামাদামি করে নিতে হচ্ছে। তাছাড়া এবার সবাই রোজা রেখে কষ্ট হলেও দিনের বেলাতেই কেনাকাটা শেষ করতে চাচ্ছেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, জেলা শহরের পুরো এলাকা জুড়ে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, আমাদের এখানে অপরাধের পরিমাণ নগণ্য। তারপরও কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক রয়েছি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । একই সঙ্গে মোবাইল-টাকা চুরিসহ ছোট-খাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

 

এদিকে বাজারের ক্রেতা-বিক্রেতাদের কথা মাথায় রেখে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টে বেশকটি টিম পুরো বাজারে দিনরাত দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone