লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ ৩জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৯), মানিকগঞ্জ এলাকার লিটন হাওলাদার (২৭) ও আসলাম মিয়া (৩০)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এ সময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।