লালমনিরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহিন ইসলাম (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শাহীন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে। সে পেশায় ফেরিওয়ালা। এর আগে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়িতে একা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীকে ফেরি করে আনা নানা জিনিসপত্র দেখিয়ে ফুসলিয়ে ধর্ষন করে। পরে পালানোর সময় ওই নারীর ছোট ভাই দেখে ফেলে ফেরিওয়ালা শাহিনকে জাপ্টে ধরে চিৎকার দিলে এলাকাবাসী এসে আটক করে। পরে তারা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে শাহিনকে আটক করে হেফাজতে নেয়। ওই দিন রাতেই ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দিলে পুলিশ শাহিনকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর জানান, অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে নিয়ে মেডিকেল টেস্ট করানোর জন্য রোববার সকালে জেলা সদর হাসপাতলে পাঠানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.