লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বাদ আসর লালমনিরহাটের আলোরুপা মোড়স্থ লালমনিরহাট জেলা জাতীয় পার্টি কার্যালয়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (লিমন) প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা যুব সংহতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মিজানুর রহমান মিন্টুসহ লালমনিরহাট জেলা ছাত্র সমাজ, জেলা জাতীয় মহিলা পার্টি ও জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।