লালমনিরহাটে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার আয়োজনে এ কাউন্সিল সভা শেষে সুপারিশকৃত স্কাউটারগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার এডহক কমিটির আহবায়ক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ারসহ জেলার ৫ উপজেলার স্কাউটারগণ বক্তব্য দেন।
পরে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার বিভিন্ন পদে সুপারিশকৃত ১৪জন স্কাউটারগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন- সভাপতি: লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। সহ-সভাপতি: লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস, পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, কাকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, লালমনি ওপেন স্কাউট গ্রুপের সভাপতি ফরিদ আহমেদ। জেলা কমিশনার: হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুর হোসেন। কোষাধ্যক্ষ: মকড়া ঢঢ গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল মালেক মন্ডল। সম্পাদক: তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার। যুগ্ম সম্পাদক: ভাদাই জিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা আক্তার শিমু। লিডার ট্রেনার প্রতিনিধি (কাব শাখা): হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তা লাল রায় ঈশোর। লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট শাখা): শূন্য। সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট শাখা): কদম তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আনোয়ারুল হক খাঁন। সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব শাখা): কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার রায় পদে নির্বাচিত হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার উক্ত কমিটি আগামী ০৩ (তিন) বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.