লালমনিরহাটে "তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার" শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট পৌর সভাপতি আফজাল হোসেন, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু প্রমুখ। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মতবিনিময় সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নানান দিক তুলে ধরা হয়। এতে অংশ নেয় লালমনিরহাট জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নদী নিয়ে গবেষণা ও নদী রক্ষা করতে বিভিন্ন আন্দোলনে কাজ করা নেতারা।
এছাড়াও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বক্তব্যে লালমনিরহাট জেলা কেন্দ্রিক উন্নয়নের নানা প্রস্তাবনায় তুলে ধরেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামজিক আন্দোলন, পরিবেশ বিষয়ক আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
এর আগে গাইবান্ধা এবং রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলেও তৃতীয় ধাপে লালমনিরহাটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।
মতবিনিময় শেষে চীনের কান্ট্রি ডিরেক্টর হ্যান কুন জানান, তারা তিনটি গণশুনানীর বিষয়ে নোট করছেন এবং তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.