লালমনিরহাটে শ্রমিকের নায্য অধিকার আদায়ে ইমলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকাল ৫টায় লালমনিরহাট মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা অ্যাড. আবু তাহের। প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।