লালমনিরহাটের সদর উপজেলার ফুলগাছ গ্রামের ভুট্টা ক্ষেতে হাসিনা বেগম নামের এক গৃহবধূকে মাথা কেটে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) লালমনিরহাটের কোর্টে আত্মসমর্পণ করতে এসে ঘাতক স্বামী মোঃ আশরাফুল ইসলাম গ্রেপ্তার হন মর্মে জানা গেছে। বর্তমানে মোঃ আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ এর জন্য নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে।
এর আগে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে হাসিনা বেগম (৪৫) এর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পর দিন বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে পুলিশ ওই গৃহবধূ পরিচয় সনাক্ত করে তার স্বামী বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক ও ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করে। এর পর শনিবার (৮ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মৌজাস্থ কুটিবাড়ী কাউয়ার চরে জনৈক উজ্জলের তামাক ক্ষেতের মাটির নিচ থেকে দ্বি-খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূর নাম মোছাঃ হাসিনা বেগম (৪৫)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক মোঃ আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দড়িবস গ্রামের মৃত কাশেম আলী ও আছিমা বেগমের মেয়ে।