লালমনিরহাটে চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি সাংবাদিক মাহফুজ বকুলের উপর হামলা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকি ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা-হুমকির প্রতিবাদে ও হুমকিদাতা-হামলাকারীদের গ্রেফতার এবং সারাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাট জেলায কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক গোকুল রায়-এঁর সভাপতিত্বে দেশ টিভি প্রতিনিধি জামাল বাদশা-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভি প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দ্য ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, ঢাকা পোষ্ট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি রবিউল ইসলাম, আরটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্যে সাংবাদিকদেরকে হুমকিদাতা ও সাংবাদিকদের উপর হামলাকারীরাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দ্রুত আসামী গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেয় মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা।