লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা ও দায়রা জজ-এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শনিবার (৮ মার্চ) লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার বিজ্ঞপ্তি নং- ১/২০২৫ তারিখঃ ৮ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ।
লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী স্বাক্ষরিত নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, জেলা ও দায়রা জজ আদালত, লালমনিরহাট এর সহায়ক কর্মচারী নিয়োগের নিমিত্তে বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের তালিকা পাওয়া গেল। অনিবার্যকারণবশত: সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হইল।
যা অবগতির জন্য প্রেরিত হইল- সভাপতি, নিয়োগ কমিটি। নোটিশ বোর্ড, জেলা ও দায়রা জজ আদালত, লালমনিরহাট। ওয়েব সাইট পেইজ।