লালমনিরহাটের সদর উপজেলার ফুলগাছ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হওয়া এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধারের পর দিন তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়।
এর পর বৃহস্পতিবার (৬ মার্চ) মস্তকবিহীন নারীর আঙ্গুলের ছাপে পুলিশ জাতীয় পরিচয়পত্রে তার পরিচয় নিশ্চিত করেন।
তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোছাঃ হাসিনা বেগম (৪৫)। তার স্বামী: মোঃ আশরাফুল ইসলাম। তার পিতা: কাশেম আলী ও মাতা: মোছাঃ আছিমা বেগম। তিনি একজন গৃহিণী বলে জানা গেছে। তার জন্ম তারিখ: ১৯/০৩/১৯৮০।
বৃহস্পতিবার (৬ মার্চ) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দীঘলটারী গ্রামে পুলিশ রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে। সন্দেহ করা হয়েছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেছে স্বামী। ঘটনার পর হতে স্বামী পলাতক রয়েছে।
এর আগে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী জানান, ঘাতককে আটকে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করছে। দুর্গাপুর হতে ফুলগাছে কিভাবে লাশ নিয়ে আসা হয়েছে না কি এখানে হত্যা করা হয়েছে তদন্ত করা হচ্ছে। হত্যায় স্বামী ছাড়াও অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে, বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মস্তকবিহীন এক নারীর মৃতদেহ লালমনিরহাট সদর থানার পুলিশ উদ্ধার করে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.