শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রামীণ খেলাধূলা লালমনিরহাটে আজ প্রায় বিলুপ্তির পথে লালমনিরহাটে বিলুপ্তির পথে তালগাছ লালমনিরহাট বিজিবি কর্তৃক ৩৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ৬ জন আটক ঐতিহ্য হারাচ্ছে লালমনিরহাটের তিস্তার শুঁটকির বন্দরের! লালমনিরহাটে উৎপাদন খরচ না ওঠায় গম চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে রাতের আঁধারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ লালমনিরহাটের তিস্তা, ধরলা ও রত্নাইসহ নদীগুলো শুকিয়ে বিরানভূমি লালমনিরহাটে খোশ আমদেদ মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে কবি সরোজ দেব-এঁর স্মরণ সভা অনুষ্ঠিত
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে রাতের আঁধারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে রাতের আঁধারে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় এবার রাতের আঁধারে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। তবে এর প্রতিবাদ জানিয়েছেন বিজিবির সদস্যরা।

 

রোববার (২ মার্চ) সকালে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতের আঁধারে সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে বিএসএফ।

 

বিজিবি জানায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। খবর পেয়ে পরের দিন শনিবার (১ মার্চ) সকালে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে উত্তেজনা দেখা দেয়।

 

বিষয়টি নিয়ে শনিবার বিকেলে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী। ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

 

এ ঘটনা ঘিরে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান।

 

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম আলদীন বলেন, বিএসএফ জানিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী। আমরা বলেছি এসব মৌখিক কথা মানি না। তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone