লালমনিরহাটে উত্তরবঙ্গের লিটলম্যাগ আন্দোলনের প্রখ্যাত পুরধা কবি সরোজ দেব-এঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের অধুনালুপ্ত সোনালী পার্কস্থ মীর লাইব্রেরীর হলরুমে মীর লাইব্রেরী ও সুন্দরমের যৌথ আয়োজনে এ জীবনী উচ্চারণ, কবির কবিতা থেকে পাঠ, ক্ষয়িত সমাজে কবি’র প্রাসঙ্গিকতা আলোচনা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ (অবঃ) আমিরুল হায়াত আহমেদ মুকুল-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ও শিল্পী গোকুল রায়, কবি নিশিকান্ত রায়, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বাসন্তিকা-সুন্দরমের প্রতিষ্ঠাতা পি. কে. বিক্রম, কবি রিয়াজুল হক সরকার, কবি আমিনুল ইসলাম মিঠু, সাপ্তাহিক আলোর মনি নির্বাহী সম্পাদক কবি হেলাল হোসেন কবির প্রমুখ। কবিতা পাঠ করেন এ এইচ আশিক প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।