আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পুরান ভেলাবাড়ী এলাকায় মমেনা বেগম (৫৫) নামের একজন বিধবা নারীর জমি ভাড়া নিয়ে বেদখল করেছে একই গ্রামের আঃ রহমানের পুত্র সুরুজ্জামান। গতকাল রবিবার ৩০ আগস্ট দুপুরে জমি উদ্ধারে ওই বিধবা নারী এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেছে।
গতকাল রবিবার ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে ওই পুরান ভেলাবাড়ী বাজারের পাকা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার ৩শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।
মানববন্ধন থেকে বিধবা মমেনা বলেন, আমার স্বামীর দলিলমূলে শেষ সম্বল ওই ভিটা মাটি।
এর মধ্যে রাস্তা সংলগ্ন ১৩শতাংশ জমি প্রতিবেশি সুরুজ্জামান স্ট্যাম্পমূলে ভাড়া নেয়। আর বাকী অংশে দু’চালা টিনের ঘরে বসবাস করে আসছি। কয়েক বছর পর বিনা কারনে সুরুজ্জামান জমির ভাড়া দেয়া বন্ধ করে দিয়ে অবৈধভাবে জমির মালিক দাবী করছে। মানববন্ধন থেকে এলাকাবাসী বিধবার জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন।
উল্লেখ্য যে, জমির ভাড়া চাইতে গিয়ে গত বৃহস্পতিবার ২৭ আগস্ট বিধবা মমেনা বেগম মারধরের শিকার হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে উভয় পক্ষ আদিতমারী থানায় অভিযোগ করেছেন।