ডা. জাকিউল ইসলাম ফারুকী, কবি:
নেমে যেতে
কতোটা সিঁড়ি বাকী রয়ে গেলো
কতোটা জীবন রয়ে গেলো বাকী,
সেই সন্ধ্যার আকাশ ছুঁয়ে যে বাতি
ধরতে চেয়েছিলাম,
অধরা রয়ে গেলো আচম্বিতে,
মনে হলো সকালের করুন রোদে জ্যোতি নিভে গেলো তোমার।
কি পরিহাস, জীবনের অসম্পূর্ণ নদীর
বেয়ে গেনু বৈঠা, নৌকার নির্বিঘ্ন দুইতীর
জলের ঢেউএর কাঁপনে
অস্থির হয়ে ওঠে ঘামে,
তোমার সাথে আর কোনদিন
দেখা হবে না ‘ফজলুল হক ফজল’
কুলাঘাট যেতে,
কেমন সফল ছিলো তোমার ব্যবসায়
চল্লিশ হাজার ডিম ঝরা মহিলা কর্মী।
জীবনের সব স্বপ্ন ফেলে চলে গেলে,
একটা ছবি রেখে গেলে মনে,
আর বাণিজ্য ভবনের দেয়ালে অন্যটা
তোমার জন্য দু’ফোঁটা আঁখিজল
দুর হতে দিলাম।
১২/৮/২০২০
টিনটন ফলস্, নিউজার্সি, আমেরিকা।
ডা. জাকি : দোয়েল