হেলাল হোসেন কবির:
চাবুকের সৌন্দর্য কখনও নন্দিত হয়না,
সে শাসকের হয়ে মানুষের রক্ত ঝড়ায়।
কথার সুযোগ নিতে চায় জাগরিত জনতা,
প্রতিবাদ থামানোর বাস্তব চিত্র বড় আপত্তিকর।
স্বীকৃতি নিতে টেবিলে ফুলের মতো মস্তানের হাত,
পাখির মতো ঝাঁক তুলে চোখের দৃষ্টি।
প্রদীপদের জ্বলে ওঠতে গিয়ে অনেকে নিভে যায়,
সিনহাদের মূল্যবোধ আর আকুতি মিশে যায় অকালে।
মাঝে মাঝে শুরু হয় সৈনিকের গোলাগোলি,
দেশকে ফুটো করে এই বুঝি অস্কার পেয়ে গেলো তারা।
সীমান্তে মানুষের লাশের ঢল ভাসে,
যেন সংকল্পে মীরজাফর ঢুকেছে।
অন্ধকার বৈঠকখানায় খিচুনি দিতে,
প্রভুরা ঘোমটা দিয়ে আদেশ করে।
কবি ও সাংবাদিক,
লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.