আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই দুই যুবক হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিজার রহমানের ছেলে সেলিম সম্রাট ও সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের শহিদুল্লাহ’র ছেলে আব্দুর রহিম। সেলিম সম্রাট নিজেকে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সাংবাদিক ও আব্দুর রহিম নিজেকে দৈনিক আজকের বিজনেস পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন। এ ঘটনায় ওই দুই সাংবাদিক স্থানীয় হাতীবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেছেন।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রিকে কেন্দ্র করে একাধিক সিন্ডিকেট গড়ে উঠে। ওই সিন্ডিকেটে জড়িয়ে পড়ে সাংবাদিক দাবিদার কতিপয় যুবক। অভিযোগ রয়েছে, ওই সব নামধারী সাংবাদিকদের কমিশন দিয়ে ম্যানেজ করে চলে বালু ব্যবসা।
এ বালু ব্যবসার আধিপত্য নিয়ে বেশ কিছু দিন ধরে সেলিম সম্রাট ও আব্দুর রহিমের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্বন্দ্বের জের ধরে গতকাল শুক্রবার ৭ আগস্ট মধ্য রাতে বড়খাতা দোয়ানী মোড় এলাকায় সাংবাদিক দাবিদার দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় একে অপরকে দায়ী করে ওই দুই জনেই স্থানীয় হাতীবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেছেন।
আব্দুর রহিমের দাবি তিনি সংবাদ সংক্রান্ত কাজে ওই এলাকায় গেলে সেলিম সম্রাটের তাকে মারধর করেন। আর সেলিম সম্রাটের দাবী পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারধর করেন আব্দুর রহিম।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.