আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বুধবার ৫ আগস্ট রাত ৮টায় লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি কৃষিবিদ শাহ আলম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম রাজু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম রাজা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাংলাদেশ আওয়ামী লীগ খুনিয়াগাছ ইউনিয়ন শাখার সভাপতি মোজাম্মেল হোসেন সরকার মানিক। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজু মিয়া।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৩শত বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে আজ বুধবার ৫ আগস্ট বিকাল ৪টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ মাঠে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।