শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটে রেলওয়ে এমপ্লয়ীজ লীগ বিভাগীয় শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দিন দিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা লালমনিরহাটে সেনা বাহিনীর সার্জেন্টের পরিবারের উপর হামলা, আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলাকারী মাইদুল গ্রেফতার লালমনিরহাটের কৃষকেরা আগাম জাতের আলু বিক্রি করে লাভবান হচ্ছেন লালমনিরহাটে বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত লালমনিরহাটে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ, মহাতাঁবু জলতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
করোনা সংকট: প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক পেলেন লালমনিরহাটের ১৮ সংবাদকর্মী

করোনা সংকট: প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক পেলেন লালমনিরহাটের ১৮ সংবাদকর্মী

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বুধবার ৫ আগস্ট প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ১০হাজার টাকার অনুদানের চেক লালমনিরহাটের ১৮জন সংবাদকর্মীর মাঝে বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বুধবার ৫ আগস্ট দুপুরে সময় টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম প্রধান অতিথি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহায়তার ১০হাজার টাকার ‘একাউন্ট পে’ চেক প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অনুদান/সহায়তার চেক প্রাপ্ত সংবাদকর্মীরা হলেন- দীপ্ত টেলিভিশন ও দৈনিক যুগের আলোর জেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার (লালমনিরহাট) মিলন পাটোয়ারী, সাপ্তাহিক লালমনিরহাট বার্তার সম্পাদক ও প্রকাশক এবং বিটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি এসএম শফিকুল ইসলাম কানু, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলী স্টারের নিজস্ব সংবাদদাতা (লালমনিরহাট ও কুড়িগ্রাম) এস দিলীপ রায়, দৈনিক সমকাল ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন স্বপন, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র নিজস্ব সংবাদদাতা (লালমনিরহাট) প্রভাষক জাহাঙ্গীর আলম শাহীন, যমুনা টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং খোলা কাগজের জেলা প্রতিনিধি শরীরচর্চা শিক্ষক আনিছুর রহমান লাডলা, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি উত্তম কুমার রায়, আরটিভি’র স্টাফ রিপোর্টার (লালমনিরহাট) হাসান-উল-আজিজ, বৈশাখী টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, ডিবিসি টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি মাজেদ মাসুদ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম বিপু, গাজী টেলিভিশন চ্যানেল ও সারাবাংলা ডটনেটের জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত, একুশে টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি গোকুল রায়, আমাদের নতুন সময় ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি লাভলু শেখ এবং দেশ টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি বেলাল হোসেন।

তবে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক গ্রহণ করেন আহমেদুর রহমান মুকুল, মিলন পাটোয়ারী, মাজেদ মাসুদ, আলতাফুর রহমান আলতাফ, আশরাফুল আলম দৌলত, জাহাঙ্গীর আলম শাহীন, উত্তম কুমার রায়, তৌহিদুল ইসলাম লিটন, মাজহারুল ইসলাম বিপু।

 

আহমেদুর রহমান মুকুল জানান, করোনা সংকটের কারণে জেলা প্রশাসকের কার্যালয়ে সীমিত আয়োজনের মাধ্যমে ৯জন মোট ১৩জনকে চেক বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৫জনের নামীয় চেক তাদের বাসায় বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এর আগে চেক বিতরণ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি লালমনিরহাট জেলায় প্রায় ১১০জন সাংবাদিক রয়েছে। করোনা সংকটে প্রথম পর্যায়ে জেলায় ১৮জন সংবাদকর্মী ১০হাজার টাকার চেক পেয়েছে। পর্যায়ক্রমে অন্য সংবাদকর্মীবৃন্দও প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা/অনুদানের ১০হাজার টাকার ‘একাউন্ট পে’ চেক পাবে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হবে।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু বলেন, করোনা সংকটে সংবাদকর্মী বন্ধুদের ১০হাজার টাকা করে প্রনোদনা প্রদান করায় প্রধানমন্ত্রীকে জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আগামীতে অবশিষ্ট সংবাদকর্মীদের প্রত্যেককে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমরা প্রত্যাশা করি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone