লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তাহেরা বিদ্যাপীঠের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুরুতেই স্কুল মাঠে নিয়মিত এ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটির কার্যক্রম বিদ্যালয়ের অধ্যক্ষ আহসান হাবিব ও পরিচালক মন্ডলীর সদস্যদের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।
তাহেরা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন প্রশাসক ফেরদৌস জাহান নার্গিস-এঁর সভাপতিত্বে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা ও তাহের বিদ্যাপীঠের পরিচালক মণ্ডলীর সদস্য আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সফিকার রহমান, পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দীন, তাহেরা বিদ্যাপীঠের অধ্যক্ষ আহসান উল হাবীব, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তাহেরা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য এস আই সবুজ, পাটগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুশফিকুর রানাসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে। শিশু শিক্ষার্থীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।
আগত অতিথিগণ আলোচনা সভায় অনুষ্ঠানের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে উল্লেখ করা হয় বিদ্যালয়ের নিয়মিত এ্যাসেম্বলি কার্যক্রম, যা ছিল অসাধারণ।
অতিথিরা আরও বলেন, সকল শিক্ষার্থী অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যা বিদ্যালয়ের একটি বড় অর্জন।
তারা বলেন, শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে নয়, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। এসব কার্যক্রম তাদের মেধা এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
প্রধান অতিথি আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য লৌহ বল ও ঝুড়িতে বল নিক্ষেপ প্রভৃতি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.